প্রেসবিজ্ঞপ্তি : স্বাধীন বাংলাদেশের স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম প্রয়াণ দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ১৫ আগস্ট বিকাল ৪ টায় শহরস্হ চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল খান রাজিব, অর্থ সম্পাদক চন্দনা দেবনাথ, প্রকাশনা সম্পাদক শাকিল তানিম, সমাজকল্যাণ সম্পাদক মোখলেছুর রহমান।
সভা পরিচালনা করেন, সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য মো. মজিবুর রহমান সর্দার।
সভাতে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি তাঁর জীবনী ও জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।