জাগ্রত দেশ সম্পাদকের আজ জন্মদিন

admin
0

জাগ্রদ দেশ অনলাইন পোর্টাল এর সম্পাদক, কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন এর আজ ৪২তম জন্মদিন।
জাগ্রত দেশ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
জাহাঙ্গীর হোসেন একাধারে কবি,প্রাবন্ধিক,নাট্যকার,নাট্যনির্দেশক, লিটলম্যাগ সম্পাদক,শিক্ষক নেতা, সংগঠক ও রাজনীতিক।
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক,  বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার। 
তার লেখা প্রবন্ধগ্রন্থ 'অচল সাইকেল' ও কাব্যগ্রন্হ 'এ মাঠ তোমার আমার' প্রকাশিত হয়। 
তাছাড়া তার সম্পাদিত বক্ষবুলি লিটল ম্যাগ এর আয়োজনে চাঁদপুরের লেখক ও সাংস্কৃতিককর্মীদের সংক্ষিপ্ত জীবনালেখ্য নিয়ে 'বুলিয়ান'। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(