প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র প্রথম জাতীয় সম্মেলন ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
আজ ২৯ জুলাই,শনিবার, সকাল ১০ টায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৬ষ্ঠ সভা পুরানাপল্টনস্হ মুক্তিভবনে অনুষ্ঠিত হয়।ওই সভা থেকেবএ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মো. মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেন,মো. আব্দুস সোবহান, ঢাকা মহানগর কমিটির আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও চট্রগ্রাম জেলা সভাপতি অমৃত কারণ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দত্ত, মুন্সিগঞ্জ জেলা সদস্য সচিব মো. নূরে আলম বিপ্লব, কেন্দ্রীয় সদস্য প্রকাশ বৈদ্য, দীপন চক্রবর্ত্তী, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক ওসমান গনি, কেন্দ্রীয় সদস্য জয়দেব চন্দ্র রায়।
সভায় সর্ব সম্মতভাবে আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির প্রথম জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেন্দ্রীয় কমিটির সভা শেষে শিক্ষাব্যবস্হা জাতীয়করণের দাবিতে একটি মিছিল প্রেসক্লাবে গিয়ে শেষ হয় এবং একটি সমাবেশে মিলিত হন।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহবায়ক মো. মতিউর রহমান মোল্লা, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, মো. বিলাল হোসেন, আব্দুস সোবহান, অমৃত কারণ, মোহাম্মদ কামরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য বিপ্লব কুমার দত্ত, নূরে আলম বিপ্লব ও প্রকাশ বৈদ্য।
বক্তারা সমাবেশ থেকে শিক্ষাব্যবস্হা জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। চলমান শিক্ষক আন্দোলনকে জোরদার করার জন্য শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদেরকে আহবান জানান।
বার্তা প্রেরক,
মোহাম্মদ ইয়াছিন
আহবায়ক
ঢাকা মহানগর কমিটি,
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
01914-380704