সভাপতি - জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক - সাইফুল খান রাজিব
প্রেস বিজ্ঞপ্তি : "সংস্কৃতি সমাজ প্রগতির অনন্য বাহন" এ স্লোগানকে ধারণ করে জাগররণ সাংস্কৃতিক কেন্দ্র ২০০৩ সাল থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুই দশকে সংগঠনটি অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে স্বমহিমায় চারণ করছে।
১৭ জুন, শনিবার দুপুর ২ টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের ৫ম কাউন্সিল শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সংগীত প্রশিক্ষক স্বজন সাহা, চিত্রশিল্পী মনির হোসেন মান্না।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ।
আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন, স্বজন সাহা, শাহিন খান, ফয়সাল মাহমুদ, মো. মানিক খান, মো. সাকিল, হৃদিকা দাস, সারা তাবাসসুম জীবা।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, অ্যাড. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক ও সাইফুল খান রাজিবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন ঢালী।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি- প্রশান্ত সরকার, আমিনুল ইসলাম নিবলু, মাহফুজ আখন্দ, মো. আব্দুর রহমান পাটওয়ারী সোহেল ও অ্যাড. খোরশেদ আলম শাওন।
সহ- সাধারণ সম্পাদক হাসিবুল হাছান মুন্না, আশিষ কুমার মজুমদার ও ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক চন্দনা দেবনাথ, সংগীত সম্পাদক মো. শাহিন খান, নাট্য সম্পাদক মো. মানিক খান, চিত্রকলা সম্পাদক মো. জসীম উদ্দিন,আবৃত্তি সম্পাদক হৃদিকা দাস, নৃত্য সম্পাদক পিপল চন্দ্র দাস, গবেষণা বিষয়ক সম্পাদক প্রিন্স কর অমিত, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সজীব, সমাজকল্যাণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, অনুষ্ঠান সম্পাদক মো. তানভীর খান, প্রকাশনা ও সেমিনার সম্পাদক মো. শাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পাপ্পু দত্ত, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. আব্দুল্লাহ গাজী।
কার্যকরি সদস্য হিসেবে আছেন, আবুল হাছানাত নয়ন, মো. মজিবুর রহমান, সৌরভ , প্রিন্স কর অমিত ও জাহিদ মাহমুূদ।