প্রেস বিজ্ঞপ্তি : ৩ এপ্রিল মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহিদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস। ৩ এপ্রিল সোমবার সকালে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন চাঁদপুরের প্রথম শহিদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন, সংগঠনের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুদের মজুমদার, ডা. মিজানুর রহমানসহ আরও অনেকে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিটির সদস্য জহির উদ্দিন বাবর, সদর উপজেলা কমিটির সদস্য সরদার আবুল বাশার।অন্যান্যের মাঝে ছিলেন, রনজিত সরকার, জাফর আহম্মেদ।
উদীচীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সম্পাদকমন্ডলীর সদস্য প্রশিকা সরকার, আবৃত্তি সম্পাদক দীপান্বিতা দাস।