সংবাদ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আজ ৭ মার্চ, মঙ্গলবার বিকাল ৫ টায় সাহিত্য একাডেমিতে আলোচনা সভা চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তছলিম হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহমুব জুয়েলের সঞ্চালনায় আলোচনা করেন লেখক ও ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, অধ্যাপক মো. সাইদুজ্জামান, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যের মাঝে আলোচনা করেন, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি, কবি ইকবাল পারভেজ, পলাশ কুমার দে ও জান্নাতুল ফেরদৌস।
কবিতা পাঠ করেন, মুক্তা পীযুষ, এম টি ইসলাম তাফু, তামান্না আক্তার।