স্টাফ রিপোর্টারঃ অষ্টমবারের মতো ৫ দিনব্যাপি ম্যাগাজিন অনুষ্ঠান বন্ধনের আজ চতুর্থ দিন চলছে। স্বরলিপি নাট্যগোষ্ঠী আয়োজিত আজকের বৈকালিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যজন ডা. পীযুষ কান্তি বড়ুয়া ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি ও জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি,জাগ্রত দেশ অনলাইন পোর্টালের সম্পাদক কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন। এ সময় জাগ্রত দেশের সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, স্বরলিপির সম্প্রীতির বন্ধন অনুষ্ঠান একটি চমৎকার আয়োজন। এ সম্প্রীতির জন্যই দেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, অত:পর স্বাধীনতা লাভ করেন। কিন্তু দুঃখজনক হলো সেই সাম্প্রদায়িক শক্তিই এ দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। এখনও তারা মানুষের মাঝে বিভাজন খেলায় মেতে চলছে। তাই স্বরলিপির বন্ধন ম্যাগাজিন অনুষ্ঠানটি যাতে সম্প্রীতির বন্ধন চর্চা অব্যাহত রাখে এটাই একজন প্রগতিশীল কর্মী হিসেবে প্রত্যাশা করছি।