প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে লাল পতাকার মিছিল ও সুধী সমাবেশ চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ১৭ মার্চ,শুক্রবার, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাড. মন্টু ঘোষ। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড জহির উদ্দিন বাবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা কমিটির সাবেক সদস্য কাজী মেজবাহ উদ্দিন, সৌরভ, শাহিন প্রধানিয়া। সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি কৃষ্ণা সাহা, অধ্যাপক মোশারেফ হোসেন, যুব ইউনিয়নের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন ইয়াছিন।
সুধী সমাবেশের পূর্বে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন।
সুধী সমাবেশে প্রধান অতিথি অ্যাড. মন্টু ঘোষ বলেন, মানুষের সামাজিক নিরাপত্তা ভুলুণ্ঠিত। যে সব কারণে মুক্তিযুদ্ধ তার বাস্তবায়ন এখন পর্যন্তও হয় নি। নিত্যপণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে। দুর্ভিক্ষের পথে দেশের মানুষ কিন্তু অর্থলোপাট,অর্থপাচার এবং দুর্নীতির স্বর্ণ সময় চলছে। বুর্জোয়া ও পু্ৃঁজিপতিদের প্রেসক্রিপশন এবং সাম্প্রদায়িক শক্তির অঙ্গুলি হেলনে বর্তমান সরকার চলছে। এভাবেই স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনা আস্হাখুঁড়ে নিক্ষেপ হচ্ছে। তিনি আরও বলেন, এভাবে মানুষের সামাজিক নিরাপত্তা পাওয়া যাবে না এবং মানুষের জীবন স্বাভাবিক হবে না৷ তাই কমিউনিস্ট পার্টিকেই শক্তিশালী করতে হবে। কমিউনিস্ট সংগ্রাম বেগবাব করে নিতে হবে। করতে হবে গণবিপ্লব।