উদীচীর চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন

admin
0



প্রেসবিজ্ঞপ্তি : একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা আজ ৩ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত  হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর এটি বিভাগীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা। অনুষ্ঠানটি শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন , বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস। উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় উৎসব উদযাপন কমিটির আহবায়ক অ্যাড. মোল্লা হাবিবুর রসুল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গণসংগীতশিল্পী হাবিবুল আলম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সুরাইয়া পারভীন ও কেন্দ্রীয় সদস্য ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, চট্টগ্রাম বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ও চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর। 

গণসংগীত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(