জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে বাঁশি উৎসব ৩ মার্চ হচ্ছে না

admin
0



প্রেসবিজ্ঞপ্তিঃ  জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আগামী ৩ মার্চ শুক্রবার দ্বিতীয় বাঁশি উৎসব চাঁদপুরে হচ্ছে না।
অনিবার্য কারণবশত: এ সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নেয়া হয়েছে। অচিরেই বাঁশি উৎসব এর পরবর্তী তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন ও বাঁশি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক মোশারেফ হোসেন।

বার্তা প্রেরক,
সাইফুল খান রাজিব
দপ্তর সম্পাদক
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(