চাঁদপুরে একুশে বই মেলায় দর্শনার্থীদের ভীড় বাড়ছে

admin
0
নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে অমর একুশে বই মেলার আজ তৃতীয় দিন চলছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে  এ বই মেলার আয়োজন করা হয়েছে। একুশে বই মেলার আয়োজনে আছে চাঁদপুর জেলা প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় আছে চাঁদপুর পৌরসভা। 

১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি এ বই মেলা চলবে। একুশে বই মেলা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা করছে। 

বই মেলায় স্টল নিয়েছেন শিল্পনন্দন প্রকাশনী। এ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী এ এইচ এম জাকির বলেন,  মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের ভীড় হলেও বই বিক্রি তুলনামূলক অনেক কম। বই মেলায় আকর্ষনীয় লাইব্রেরির অভাব এবং প্রচারণার ঘাটতি রয়েছে ব্যাপক।

 এ নিয়ে চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার বলেন, চাঁদপুরের বই মেলায় দর্শনার্থী সন্তোষজনক হলেও বই বিক্রি হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি আকর্ষনীয় লাইব্রেরী, জ্ঞান বিকাশের বইয়ের অভাব হেতু এমনটি হতে পারে বলে মত দেন। মেলায় বিখ্যাত লেখকদের উপস্হিতিও প্রয়োজন বলে তিনি মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(