স্টাফ রিপোর্টারঃ
মহান মুক্তিযুদ্ধে দেশের বীরসেনানীরা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তা এখনও বাস্তবায়ন,শহীদদের স্বপ্নসাধা পূরণ হয় নি। এখনও জামাত - শিবিরগোষ্ঠী আমাদের ছবক ও হুঙ্কার দিচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক , মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলস কমিটির সভাপতি, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি,জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এ সব কথা বলেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা আন্দোলনে আওয়ামীলীগের সাথে কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টি - ন্যাপ- ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেছেন। কমিউনিস্টরা ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের যম। তাদের ভিত নাড়িয়ে দিয়েছিলো কমিউনিস্টরা।তাই সে সময় কমিউনিস্টদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিলো। তারপরও কমিউনিস্টরা থেমে থাকে নি। '৫২ ভাষা আন্দোলন রচনা ক করেছে, রচনা করেছে ৬২'র শিক্ষা আন্দোলন। এরপর ৬৯'র গণ আন্দোলন ও ৭১'র মহান মুক্তিযুদ্ধ।
যতদিন স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়ন না হচ্ছে ততদিন প্রজন্মরা আন্দোলন চালিয়ে যাবে এবং সংগ্রাম অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বিজয় মেলা শুধু মেলা নয় এটি একটি আন্দোলন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সদস্য ও স্মৃতিচারণ উপ পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরমুক্তিযোদ্ধা মৃণাল সাহা।
স্মৃতিচারণ অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহসীন পাঠান।