কমিউনিস্ট নেতা কমরেড শাহরিয়ার ফিরোজ আর নেই

admin
0
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য এবং মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড শাহরিয়ার মো. ফিরোজ আর নেই। তিনি আজ (১ ফেব্রুয়ারি) ভোরে মৃত্যুবরণ করেন। 

তিনি হাসপাতালে চিকিৎসাহীন অবস্হায় মৃত্যুবরণ করেন।

তিনি কৃষক আন্দোলনের ছিলেন নিবেদিত প্রাণ। কৃষক আন্দোলন করতে করতেই মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে ব্রাক্ষ্মনবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এ বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স শোক বার্তা পাঠান।
বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুও শোক বার্তা পাঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(