তিনি হাসপাতালে চিকিৎসাহীন অবস্হায় মৃত্যুবরণ করেন।
তিনি কৃষক আন্দোলনের ছিলেন নিবেদিত প্রাণ। কৃষক আন্দোলন করতে করতেই মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে ব্রাক্ষ্মনবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এ বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স শোক বার্তা পাঠান।
বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুও শোক বার্তা পাঠান।