প্রেসবিজ্ঞপ্তিঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভোটাধিকার এবং কর্মসংস্হানের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ২৭ জানুয়ারি বিকাল ৪ টা ৩০ মিনিটে শহরের শপথ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড় এসে সমাপ্ত হয়।
চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা হারুনুর রশিদ, চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড নেতা শাহিন প্রধানীয়া। সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা প্রনব ঘোষ।
সভায় কমরেড জাকির হোসেন মিয়াজী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীনবৃদ্ধিতে জনসাধারণ আজ দিশেহারা, নিষ্পেষিত। আর এদিকে নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারা চলছে। আবার একদিকে বিরামহীন মূল্যবৃদ্ধি অপরদিকে বাক্ স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে যা নেহাৎই গণতন্ত্রহীনতা। মানুষের দুর্ভোগ এতে করে আকাশচুম্বী। মানুষ এখন সর্বশান্ত হয়ে পর্যুদস্ত।
সরকার ফ্যাসিবাদের চরমপর্যায়ে আছে। তাই কারও কোন বক্তব্য ও দাবিকে তোয়াক্কা করছে না। এভাবে রাষ্ট্র পরিচালনা হতে পারে না। তাই মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
তিনি, মানুষের সুন্দর জীবন যাপনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।