যুব ইউনিয়নের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক নান্নু নির্বাচিত

admin
0



সংবাদ বিজ্ঞপ্তিঃ  বাংলাদেশ যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলনে যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম খান আসাদুজ্জামান মাসুমকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম নান্নু কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। দু’দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিনে, শনিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বিএমএ মিলনায়তনে সংগঠনের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ম. ইব্রাহিম।
খান আসাদুজ্জামান মাসুম এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক আর জাহাঙ্গীর আলম নান্নু প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
সংগঠনের বিদায়ী সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া ওই অধিবেশনে সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল সাংগঠনিক পরিকল্পনা, সহকারী সাধারণ সম্পাদক হাবীব ইমন শোক প্রস্তাব, ও কোষাধ্যক্ষ চৌধুরী জোসেন অর্থ রিপোর্ট উপস্থাপন করেন। 
সম্মেলনে সারাদেশ থেকে ৪ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
৬১ সদস্যবিশিষ্ট কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন ত্রিদিব সাহা, হাবীব ইমন,  আশিকুল ইসলাম জুয়েল, খুজিস্থা বেগম জোনাকী, 

চৌধুরী জোসেন, রাসেল ইসলাম সুজন, হরেন্দ্রনাথ সিং (ঢাকা), জাহাঙ্গীর হোসেন (চট্টগ্রাম), অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী (খুলনা), এম এ হাই আখন্দ (বরিশাল), জহিরুল আমীন রুবেল (ময়মনসিংহ), মতিউর রহমান রাফু (সিলেট), শাহজালাল হোসেন (রংপুর), মো. শাহ আলম (চট্টগ্রাম), ফারহানা আক্তার শাপলা (রাজশাহী)।
কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আসাদুজ্জামান আজিম, শাহীন ভূঁইয়া, কোষাধ্যক্ষ ইরান মোল্লা, দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারভ হোসেন সেবক, তত্ত্ব-গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আরেফিন মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকল্প বিষয়ক সম্পাদক খন্দকার হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম সজীব, আইন বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা, পরিবেশ বিষয়ক সম্পাদক জীবন কুমার সাহা, নারী বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা বিলু, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদকে ডা মোজাহিদুল হক রিপন, সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক, সাংস্কৃতিক সম্পাদক জয় বণিক, ক্রীড়া সম্পাদক সোহেল ফকির।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, সিয়াম সারোয়ার জামিল, আবু তোয়াব অপু, অমৃত রায়, জিএম জিলানী শুভ, রাশেদুল ইসলাম মঞ্জু (নারায়ণগঞ্জ), ধীমান বিশ্বাস (খুলনা), হায়দার শরীফ (বরিশাল), রবিউল ইসলাম সানী (রাজশাহী), মেহেদী হাসান (গাজীপুর), ফাহাদ রিপন (ফ্রান্স), প্রকৌশলী এম জামান জুয়েল (জামালপুর), বাবলা বড়ুয়া (চট্টগ্রাম দক্ষিণ), সুশান্ত বিশ্বাস (কুমিল্লা), নুরুল ইসলাম গাজী (ঢাকা দক্ষিণ), মামুনুর রহমান (বগুড়া), প্রীতম দাস (চট্টগ্রাম), শাহ কুতুবুজ্জামান, (ফরিদপুর), ফাতেমা আক্তার মার্টিন, (কক্সবাজার), সজীব পাল (রংপুর), মোস্তফা কামাল (নেত্রকোনা), রানু সরকার (গাইবান্ধা), রিয়াজ হোসেন (ঢাকা জেলা), রাবেয়া খাতুন (ঢাকা দক্ষিণ), অভি জ্যানেট (ঢাকা উত্তর)।
পরে নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের বিদায়ী সভাপতি হাফিজ আদনান রিয়াদ। 
এর আগে গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। দ্বাদশ কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কর্মসংস্থান ও ভোটাধিকার, নিত্যপণ্যের দাম কমানো, পাচারের টাকা ফেরত, বৈষম্য ও দুর্নীতি দূর করা এবং দুঃশাসন হটানোর দাবিতে যুবকদের গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সর্বশেষ জনশুমারির তথ্যনুযায়ী দেশে এখন পাঁচ কোটি যুবক রয়েছে। এর মধ্যে গড়ে তিন জনের মধ্যে একজন বেকার। বাংলাদেশে কর্মের নিশ্চয়তা দিয়ে একটি আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।
১৫ জানুয়ারি ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(