যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধন ও মিছিল

admin
0

স্টাফ রিপোর্টারঃ  "দুর্নীতি- দুঃশাসন-অর্থপাচার রুখো-কর্মসংস্হা ও ভোটাধিকারের সংগ্রামে সামিল হোন" এ স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকার শাহবাগ প্রজন্ম চত্বরে আজ ১৩ জানুয়ারি,শুক্রবার বিকাল ৩ টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সম্মেলনের উদ্বোধন করেন, শ্রমিক নেতা ও আজীবন বিপ্লবী কমরেড শহীদুল্লসহ চৌধুরী। বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম এর সঞ্চালনায়  অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী ড.দেবপ্রিয় ভট্টাচার্য,  যুব ইউনিয়নের সাবেক সভাপতি বি এম শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরি গায়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(