চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের মনোমুগ্ধকর পরিবেশনা

admin
0
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে গত ১ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬ টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির মহাসচিব হারুন আল রশীদ, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন। 
পরিচালনায় ছিলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা সাংস্কৃতিক উপ পরিষদের আহবায়ক তপন সরকার।

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সংগীত পরিবেশন করেন, শিপন খান, সজল সাহা, নন্দিতা দাস, হৃূদিকা, তানভীর খান, সানজিদা ইয়াসমিন জান্নাত, তাশফিয়া ফাওমি, ইশরাত জাহান মেঘলা, জান্নাত আক্তার, আল আমিন,  আবৃত্তি করেন, অভিজিৎ আচার্যী।

নৃত্য করেন সোমা দত্তের নৃত্য দল। হারমোনিয়ামে ছিলেন শাহিন খান, কী-বোর্ডে ছিলেন খোকন হরিজন, তবলে ছিলেন জনি, প্যাডে ছিলেন শুভ দাস।

অনুষ্ঠান উপস্হাপন করেন আজিজ লিপন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(