চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বঙ্গজের সাংস্কৃতিক পরিবেশনা

admin
0
চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে পুরানবাজারের বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা আজ (১৫ ডিসেম্বর বৃহস্পতিবার) রাত আটটায়  হয়ে থাকে।

এতে বঙ্গজের শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে থাকেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গানে অংশ নেন সংগঠনের সভাপতি নাছির খান, সংগীতশিল্পী সজল সাহা,শিপন খান,শাহীন খানসহ আরও অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(