বিশ্বকাপে বিপুল পরিমাণ টাকা পেলেন অংশগ্রহণকারী দলগুলো

admin
0

ফুটবল বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ ফাইনাল খেলাটি। ফুটবল জমিনের মহাশক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ফ্রান্স।

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতালেন লিওনেল মেসিরা। মেসির ক্যারিশম্যাটিক ফুটবল ডেকোরেটিভে ৬৫ মিনিট পর্যন্ত ফ্রান্স ছিলো অসহায়। মেসি জাদুতে যেনো দাঁড়াতেই পারছিলোনা আর্জেন্টিনার সামনে ফ্রান্স। এরপর ক্ষীপ্রগতিতে জ্বলে ওঠেন এমবাপ্পে। তার অপ্রতিরোধ্য আক্রমণে আর্জেন্টিনাকে যেন তছনছ করে দিয়েছিলো। অতঃপর আর্জেন্টিনার গোলরক্ষকের দৃঢ মনোবলে আর্জেন্টিনা শিরোপা নিলো। গোলরক্ষক মার্টিনেজের অবদান মেসির সাথে প্যারালাল অবস্হায়ই ছিলো। টিম ম্যানেজমেন্ট সুদৃঢ থাকার ক্ষেত্রে আর্জেন্টিনার 


কোচ স্কালোনিকে ভুলে যাওয়া অসম্ভব।

advertisement

শ্বাসরুদ্ধ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে দুদল আরও একটি করে গোল দিলে ৩-৩ গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

advertisement

এদিকে এবারের বিশ্বকাপে অনেক নতুন সংযোজন দেখেছে ফুটবল বিশ্ব। বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়েছে এ বিশ্বকাপে। বেড়েছে পুরস্কারের টাকার পরিমাণও। রেকর্ড পরিমাণ প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য।

advertisement

বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২০ কোটি টাকা। রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন বা প্রায় ৩০০ কোটি টাকা।

advertisement

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোও পেয়েছে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পেয়েছে প্রায় ১৭০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে।

কারা কত পেয়েছে:

চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার

রানার্সআপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার

৩য় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার

৪র্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার

৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার।

৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার।

১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(