তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চাঁদপুরে বাম জোটের বিক্ষোভ

admin
0



প্রেসবিজ্ঞপ্তিঃ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগসহ তদারকি সরকারের অধীনে  
নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে চাঁদপুরে ১৮ ডিসেম্বর বিকাল ৪ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
 
বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী) চাঁদপুর জেলা আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা সিপিবির সদস্য কমরেড জহির উদ্দিন বাবর।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই।কথা বলার অধিকার খর্ব হচ্ছে। একদিকে নিত্যপণ্যের মূল্য আকাশছোঁয়া অপরদিকে মানুষের অভিব্যক্তি ব্যক্ত করার অধিকারটুকুতে পেরেক মারা হচ্ছে। সরকার যখন ফ্যাসিবাদী হয় তখন রাষ্ট্রের চেহারা এ রুপ ধারণ করে। মানুষের নিরাপত্তার জন্য এ সরকারের পদত্যাগ ছাড়া আমরা আর অন্য পথ দেখছি না।
অবিলম্বে সরকারকে তদারকি সরকার গঠন করতে হবে।অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top
;e.readyQueue=[];e.ready=function(